সাতক্ষীরা শহরে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী এম এম রবিউল ইসলাম (৬০) গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্পের সদস্যরা কাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। রবিউল মৃত রমজান আলীর ছেলে।
অভিযানে তার বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ–৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯ হাজার ২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্টসহ অসংখ্য মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, রবিউল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, অতীতে কাটিয়া এলাকায় পতিতাবৃত্তির জন্য অবৈধ আবাসিক হোটেল চালাতেন এবং একই সঙ্গে ফেনসিডিল ব্যবসা করতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে।
পরে আটক রবিউলকে জব্দকৃত মালামালসহ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি সামিনুল হক জানিয়েছেন, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন