চট্টগ্রামের পটিয়ায় নুরুল হক (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আরও ৭ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে চট্টগ্রাম জর্জ কোর্টের বিচারক নুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী উৎপল দে জানান, বয়স বিবেচনায় ২ আসামিকে জামিন দিলেও বাকি ৭ জনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন: এমরান কাইসার (২৮), মো. রহিম (২৮), মো. রিজভী (২৩), নূর নাহার (৪৮), রোজি আক্তার (২৫), জয়নাব বেগম (২৩) ও বিলকিছ আক্তার (২৭)।
এর আগে ৪ নং আসামি মো. সেলিমুল হক সেলিমকে (৪০) স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এ নিয়ে মামলার মোট ৮ আসামি কারাগারে গেলেন।
গত ৩০ মে সকাল সাড়ে ১১টার দিকে জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে প্রতিপক্ষের লোকজন নুরুল হকের ওপর হামলা চালায়।
এ সময় লোহার রড ও ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ছেলে জামাল উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন