চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। নিয়মিত নাটক-ওটিটিতে কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেতা শেষ করেছেন ‘তোমাকে পাওয়ার জন্য’ নামের নতুন একটি একক নাটকের কাজ। নাটকটিতে খাইরুল বাসারের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত সাদনিমা। নাটকটি নির্মাণ করেছেন মারুফ হোসেন সজীব। অচিরেই নাটকটি বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে প্রচারিত হবে বলে জানা গেছে।
নাটকটি নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘আমরা একটি মজার গল্পে কাজ করেছি। দর্শকরা যাতে কাজটি দেখে আনন্দ পায় এমন চেষ্টা থেকেই কাজটি করা। আশা করছি, আমার অন্য সব কাজের মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে।’
গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সাদনিমা বলেন, ‘আমাদের মতো করে সবাই চেষ্টা করেছি কাজটাকে সুন্দরভাবে করার। আমার চরিত্রটি মজার। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘দর্শকদের জন্য হালকা মেজাজের বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই টিম একসঙ্গে পরিশ্রম করেছি। এর আগে আমার নির্মিত ‘আমি এখানেই থাকব’ নাটকটি বাংলাভিশন ইউটিউব চ্যানেলে দারুণভাবে আলোচিত হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শকদের জন্য তৈরি করেছি একটি মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করছি, দর্শক নিরাশ হবেন না।’
পারিবারিক পরিস্থিতি ও কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে একগুচ্ছ মজার টানাপোড়েন। পাত্রীর বাবার কাছে পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়ে যায় পাত্রÑ এমন ব্যতিক্রমী কনসেপ্টকে কেন্দ্র করেই এগিয়েছে এর গল্প।
‘তোমাকে পাওয়ার জন্য’ নাটকে আরও অভিনয় করেছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন