বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় অটোভ্যান চালক নিহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে দিকে উপজেলার বাজার দিঘির তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন রফিকুল ইসলাম (৪৫)। তিনি হাট শাজাপুর উত্তর পাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নওঁগা থেকে বগুড়াগামী প্রাইভেটকার একই অভিমুখে চলন্ত অটোভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোভ্যান চালক ছিটকে রাস্তায় পড়েন।
স্থানীয়রা তাকে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম মৃত ঘোষণা করেন।
বিষটি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার এসআই সুব্রত ও এসআই শাহাদত। তারা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে প্রাইভেট কার ও অটোভ্যান জব্দ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে লাশের সুরতহাল তৈরি করা হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানান তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন