লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক এক ভারতীয় নাগরিক ৬ মাসের কারাভোগ শেষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় নাগরিক শফিউদ্দিন মিয়া (৫২)-কে ভারতের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উছল পুকুরী গ্রামের জহর উদ্দিনের ছেলে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ জানায়, শফিউদ্দিন মিয়া প্রায় দেড় বছর আগে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
পরবর্তীতে পাটগ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা কারাগারে পাঠায়। গত বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান।
ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় নাগরিককে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের ইমিগ্রেশন পুলিশের নিকট পুশব্যাক করা হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন