কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে প্যারাবন উজাড় করে নির্মিত ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথবাহিনী।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে নৌবাহিনী, বন বিভাগ ও পুলিশ এ অভিযান চালায়।
অভিযানে চিংড়ি ঘেরের শ্রমিকদের জন্য তৈরি ৬টি বসতঘর এবং খালের মুখে পানি আটকাতে কাঠ দিয়ে নির্মিত ৫টি অস্থায়ী স্লুইসগেইট ভেঙে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান। এ সময় বন সংরক্ষক (চট্টগ্রাম অঞ্চল) ম্যোল্লা রেজাউল করিম, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ, উপকুলীয় রেঞ্জ, পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান বলেন, সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকার ৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। দ্বীপকে সুরক্ষিত রাখতে যা যা করা প্রয়োজন, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন