ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানা এলাকায় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়েছেন দুই যুবক। এর মধ্যে একজন সাঁতরে নদীর তীরে ফিরে আসলেও ৪৫ বছর বয়সী জসিম উদ্দিন মড়ল নিখোঁজ হয়ে গেছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার মশাখালী মুখী ব্রিজ ঘাট এলাকার সুতিয়া নদীতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের মুখী নদীরপাড় সূত্রধর বাড়ি এলাকায় একটি মামলার তদন্তে পুলিশ একটি দল পাঠায়। পুলিশ দেখে মুখী গ্রামের জসিম উদ্দিন মড়ল এবং ফাহিম মিয়া ভয়ে দৌঁড়ে নদীতে ঝাঁপ দেয়। এ সময় ফাহিম সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও জসিম উদ্দিন মড়ল পানিতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে প্রথমে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযান চালায়। তবে দীর্ঘ চেষ্টার পরেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘নিখোঁজ জসিম উদ্দিন মড়লকে উদ্ধারের জন্য ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের জন্য অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে আবারও অভিযান শুরু হবে।’
এ বিষয়ে পাগলা থানার ওসি মো. ফেসদৌস আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশ অন্য একটি ঘটনায় তদন্ত করতে গেলে ওই যুবকরা নদীতে ঝাঁপ দেয়। পুলিশ তাদের ধরতে যায়নি। ধারণা করা হচ্ছে, তারা মাদক সেবন বা কেনাবেচার সঙ্গে জড়িত ছিল, যার কারণে তারা পুলিশ দেখে এমন আচরণ করেছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন