নওগাঁর মহাদেবপুর উপজেলার হামিদপুর গ্রাম থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ চার জনকে আটক করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: উপজেলার হামিদপুর গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে গৌতম চন্দ্র মন্ডল, ভালাইন গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. আশিক ইসলাম, একই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন এবং মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার হোসেন।
বুধবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
-20250903130247.jpg)
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করত এই চক্রটি। উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে ছিল বলে তথ্যের ভিত্তিতে র্যাব কয়েকদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযান দল তাদের নিকট থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন