বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর থানার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সারিয়াকান্দির বাশগাড়ী এলাকার মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৫) এবং সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া এলাকার জাফর আলীর ছেলে মো. উকিল (৩৮)। এদের মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে রাজনৈতিক ও মাদক সংশ্লিষ্ট চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে সারিয়াকান্দির নান্দিনার চর এলাকার কুদ্দুস প্রামানিক আদালতের কাজ শেষে স্বজনদের নিয়ে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন। তার সঙ্গে ছিলেন জামাই মাজম, ভাগিনা কাওসার ও স্বজন রশিদ।
অজ্ঞাতনামা কয়েকজন তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রাখে এবং মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
আতোয়ার রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর সদর থানা পুলিশ ও ডিবি যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও ছায়া তদন্তের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেখানো মতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চার জন ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন