বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন যে দেশে একটি মহল 'পিআর'-এর নামে গণতন্ত্র নস্যাৎ করার পাঁয়তারা করছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১০৮টি ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।
টুকু বলেন, একটি ইসলামী দল পিআর-এর জন্য তুমুল আন্দোলন করার কথা বলেছে। এটা একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান, যা কারও জন্যই কল্যাণ বয়ে আনবে না। জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না।
বিএনপির এই নেতা আরও বলেন, পিআর নিয়ে এক-দুটি রাজনৈতিক দল জোরালো কর্মসূচি ও আন্দোলনের কথা বলছে। তারা বলছে, পিআর ছাড়া হবে না, এটা ছাড়া নির্বাচন আমরা করব না।
এই কথাটাই হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত। এর দাবিতে দলগুলো আন্দোলন করছে, এটা কখনোই নৈতিক আন্দোলন হতে পারে না।
টুকু নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা শাখার সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন