ময়মনসিংহের গৌরীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় মনোনয়ন না পাওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণের কর্মী-সমর্থকরা আজ সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়। এতে নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ট্রেনের সামনে ওঠে পড়েন এবং রেললাইনে শুয়ে ‘টাকা দিয়ে রাজনীতি চলবে না’সহ নানা স্লোগান দেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন জানান, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রীদের ভোগান্তি বোঝানোর চেষ্টা করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা সরে গেলে ট্রেন ঢাকা অভিমুখে ছেড়ে যায়।
এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তালিকা প্রকাশ করা হয়। গৌরীপুর আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এতে মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরণের সমর্থকরা ক্ষুব্ধ হন এবং রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেন।
মিছিল শহরের উত্তর বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটবাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের সময় বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্থানীয় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন