যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের গ্রামের বাড়ি শরীয়তপুরে পাল্টা বিক্ষোভ ও ডিম নিক্ষেপ করেছে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামেই অভিযুক্ত জাহিদ হাসানের বাড়ি অবস্থিত।
সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আখতার হোসেন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। টার্মিনাল থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ ঘটনার জন্য জাহিদ হাসানের নাম উঠে আসে।
এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শেষে জাহিদ হাসানের বাড়ির সামনে গিয়ে তারা দেয়াল ও ফটকে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানান।
পুলিশ জানায়, ঘটনার আগে থেকেই এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন