বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে দেশীয় সংস্কৃতি ধ্বংস করেছে। তারা পরিকল্পিতভাবে বিজাতীয় সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতি মুছে দিতে চেয়েছিল। কিন্তু দেশীয় সংস্কৃতি আমাদের ঐতিহ্য ও গর্ব। এই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশীয় সংস্কৃতির মাধ্যমে বিশ্বমঞ্চে আমাদের ঐতিহ্য তুলে ধরতে হবে।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট হলরুমে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াহাব আকন্দ আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নের কথা বলেছেন। তাই নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে সবাইকে দেশীয় সংস্কৃতি রক্ষায় কাজ করতে হবে।’
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম।
এ সময় সাংস্কৃতিক কর্মী শরীফ মাহমুদুল হক আপেলের সভাপতিত্বে এবং রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবিএম সোহেল রশিদ, কবি সেলিম বালা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. এম.এ. হান্নান খান ও শামীম আজাদ, জেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. শাজাহান, সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এড. মাসুদ তানভীর তান্না।
সম্মেলন শেষে বিএনপিপন্থি সাংস্কৃতিক কর্মী শরীফ মাহমুদুল হক আপেলকে আহ্বায়ক এবং সাংবাদিক রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে জাতীয়তাবাদী আদর্শের সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন