ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

সংশোধনের পর ফের উন্মুক্ত শহীদ আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০১:৫৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটি সংশোধন শেষে নতুনভাবে উন্মুক্ত করা হয়েছে।

নতুন লেখা সংযোজন শেষে বুধবার (০১ অক্টোবর) রাতে এটি পুনরায় উন্মুক্ত করা হয়।

বর্তমানে স্ট্যাম্পে লেখা আছে “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ মিয়া। পিতা মো. মকবুল হোসেন, মাতা মোছা. মনোয়ারা বেগম। ১৬ জুলাই ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকালে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে বুক চিতিয়ে দু’হাত প্রসারিত করে দাঁড়িয়ে গেলে পুলিশের নির্মম গুলিতে শহীদ হন। এরপর দেশজুড়ে আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ে, যা ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয়। তিনি বলতেন— ‘বাঁচলে বাঁচার মতো বাঁচব, কারও রক্তচক্ষুর ভয়ে ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে পিছপা হব না।’”



পূর্বে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে লেখা হয়েছিল, “রংপুরের ছেলে শহীদ আবু সাঈদ। জালেম ও জুলুমের বিরুদ্ধে যার শির ছিল চির উন্নত। তিনি বলতেন, ‘প্রয়োজনে শহীদ হব, তবু মাথা নত করব না।’ ১৬ জুলাই আসমানের দিকে দুই হাত প্রসারিত করে শাহাদাত বরণ করলেন। এরপরই সারা বাংলাদেশ জেগে ওঠে অনন্ত বিপ্লবের ওয়াদা নিয়ে।”



উল্লেখ্য, গত ১৬ জুলাই অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। তবে ১৮ জুলাই বিকেলে শহীদ আবু সাঈদের জন্মতারিখ ও বিপ্লবের ইতিহাস বিকৃতি করার অভিযোগে কয়েকজন শিক্ষার্থী স্ট্যাম্পটি লাল কাপড়ে ঢেকে দেন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, শহীদের বিপ্লবী ভূমিকা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।