বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:০৫ পিএম

নওগাঁয় সিঁদুর খেলায় মেতে উঠে নারীরা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:০৫ পিএম

দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা।      ছবি- রূপালী বাংলাদেশ

দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা। ছবি- রূপালী বাংলাদেশ

আজ বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা বিদায় নেবেন। মর্ত্যলোক ছেড়ে তিনি যাবেন কৈলাসে। অশ্রুসজল চোখে হিন্দু ধর্মাবলম্বীরা বিসর্জন দেবেন প্রতিমা। ভাঙবে পাঁচ দিনের মিলনমেলা।

নওগাঁয় উৎসাহ ও উদ্দীপনায় সিঁদুর খেলা ও দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা। এরপর থেকেই দুর্গার বিদায়ের সুর বেজে ওঠে ভক্তকূলের মনে।

শঙ্খ, উলুধ্বনি, ঘণ্টা ও ঢাকঢোলের শব্দে মুখরিত হয় মণ্ডপগুলো। একইসঙ্গে ভক্তদের মধ্যে দেখা যায় দেবীকে বিদায়ের বিষাদ, অন্যদিকে সিঁদুর খেলার আনন্দঘন মুহূর্ত। 

পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টা থেকে জেলার ছোট যমুনা নদীতে শুরু হবে প্রতিমা বিসর্জন। উত্তরে বিজিবি ক্যাম্প এবং দক্ষিণে পালপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে চলতে থাকে এই নৌবহর।

প্রতিটি নৌকায় বাজতে থাকে ঢাক-ঢোল, কাঁসর ও মাইক-ভজন সংগীত। নদীর দুই পাড়ে অবস্থান নেয় হাজারো পূণ্যার্থী। সন্ধ্যার দিকে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এদিকে বিজয়া দশমী উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে শহরের প্রতিটি সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীদের মোতায়েন করা হয়। নির্বিঘ্নে অনুষ্ঠান সম্পন্ন করতে তারা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!