চট্টগ্রামের ফটিকছড়িতে গোসলে নামার পর পুকুরের পানিতে তলিয়ে মুহাম্মদ শাহ আলম অন্তর (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নে এমদাদ মেম্বারের বাড়ির সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ মানিকের (প্রকাশ পুলিশ মানিক) ছেলে। তিনি চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করেছেন এবং অনার্সে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্বজনদের বরাতে জানা যায়, গোসলে নামার কিছুক্ষণ পর অন্তর পানিতে তলিয়ে যায়। প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র থেকে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই নাহিদ বলেন, ‘অন্তর সবসময় বলতো— ‘অনার্সে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করবো’। তার অনেক স্বপ্ন ছিল। সেটা আর পূরণ হলো না।’
এক শিক্ষার্থীকে এভাবে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন