খুলনার দৌলতপুরে মো. শদৌরীফুল ইসলাম বাবু (৫০) নামে এক যুবককে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে তার প্রতিবেশী ফিরোজ। পরে অভিযুক্ত ফিরোজ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে থানাধীন মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাবু ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ফিরোজ বাক-প্রতিবন্ধী স্বভাবের ও পেশায় একজন চা বিক্রেতা। পারিবারিক ও আর্থিক বিরোধের জের ধরে এ হামলা ঘটে।
তিনি বলেন, ‘বাবু ফিরোজের চায়ের দোকান থেকে বিভিন্ন সময়ে বাকি খেয়ে টাকা দিতেন না। এছাড়া শুক্রবার সকালে ফিরোজের স্ত্রীর উদ্দেশে উসকানিমূলক কথা বলেন বাবু। এতে ক্ষিপ্ত হয়ে বিকেলে বাবুকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন ফিরোজ।’
ওসি আরও জানান, ঘটনার পরপরই ফিরোজ থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন