বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে ১ কোটি বেকারের নতুন কর্মসংস্থান করা হবে।’
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে গণসংযোগকালে এ মন্তব্য তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপির আগামী সরকার প্রান্তিক কৃষকদের ‘‘ফার্মার্স কার্ড’’র মাধ্যমে একটি ফসলের উৎপাদন খরচ, সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় এবং ঝুঁকি বিবেচনায় শস্য, পশু, মৎস্য এবং পোলট্রি বিমা চালু করবে। একইসঙ্গে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পণ্যের উৎপাদন বৃদ্ধিসহ কার্যকর পদক্ষেপও গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘গ্রামীণ হাটবাজার আধুনিকায়ণ করা হবে। গরিব এবং প্রাকৃতিক দুর্যোগকবলিত কৃষকের ঋণের সুদ মওকুফ করা হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যামিলি কার্ডের ম্যাধমে প্রান্তিক জনগোষ্ঠীকে পল্লী রেশনিংয়ের আওতায় আনা হবে। শিক্ষিত বেকারদের এক বছরের জন্য বেকার ভাতা ও অন্যান্য বেকারদের কর্মসংস্থানের জন্য প্রতিটি উপজেলায় সুষমভাবে কল কারখানা স্থাপন করে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করা হবে ‘
তিনি জনগণের প্রতি ধানের শীষ প্রতীকের পক্ষে থাকার আহবান জানিয়ে বলেন, ‘ধানের শীষের আগামী সরকার জনগণের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কল্যাণমুখী রাস্ট্র কায়েম করবে।’ তিনি সকলকে দক্ষ দেখে পক্ষ নেওয়ার আহবান জানিয়ে বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও সক্ষমতা এবং ভবিষ্যৎমুখী কর্মসূচি রয়েছে।’
এ সময় হালুয়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি অনোয়ার হোসেন, জেলা যুব দলের সদস্য মোতালেব হোসেন, ছাত্র দলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপন, পৌর ছাত্র দলের আহবায়ক নূরে আলম জনি, বিএনপি নেতা নুরুল ইসলাম, আলতাফ হোসেন, ডা. মোশাররফ হোসেন, প্রভাষক এমদাদ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন