সাংবাদিকদের কল্যাণ তহবিল সংগ্রহের জন্য বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার সকালে শহরের মোহাম্মদ আলী হাসপাতালসংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান রেজাউল হাসান রানু।মেলায় দেশীয় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইড রয়েছে।
এ সময় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, এনসিপির বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য রাফিয়া সুলতানা রাফি ও সুলতান মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ ম-ল প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন