গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় উপজেলা বিএনপি আজ শনিবার সকাল ১১টায় কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি প্রাঙ্গণে ধন্যবাদ জ্ঞাপন ও মতবিনিময় সভার আয়োজন করে।
কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী পূজারী ভক্তবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা, পূজা উদযাপন কমিটির কার্যকর পদক্ষেপ এবং সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণের কারণে এ বছর দুর্গোৎসব সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন আহবায়ক সদস্য আফজাল হোসেন বেপারী। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, শ্রী শ্রী জয় কালী মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি সাংবাদিক সঞ্জীব কুমার দাস।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী জান্নাতুল ফেরদৌসী, প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক নেতারা। বক্তারা আরও বলেন, পূজা মণ্ডপে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধর্ম যার যার, উৎসব সবার-এই মূলমন্ত্রকে সামনে রেখে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।
সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের পরিশ্রমের প্রশংসা করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন