ব্র্যাক ব্যাংক সম্প্রতি অস্ট্রেলিয়ার রেমিটেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভেলক্সপেইজ প্রাইভেট লিমিটেড (VeloxPays Pty Ltd)-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিটেন্স পাঠানো আরও সহজ ও সুবিধাজনক হবে।
অস্ট্রেলিয়ান ট্রানজ্যাকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার (AUSTRAC) অনুমোদিত ভেলক্সপেইজের রয়েছে নিরাপদ ও ব্যবহারবান্ধব প্ল্যাটফর্ম, যা নিশ্চিত করে প্রবাসীরা মোবাইল অ্যাপ বা ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন।
সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও রিয়েল-টাইম এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে এখন ভেলক্সপেইজ থেকে ব্র্যাক ব্যাংকে রেমিটেন্স পাঠানো হবে আরও দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্ন। এর ফলে অস্ট্রেলিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সহজে ও নিরাপদে তাদের উপার্জিত অর্থ দেশে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টহোল্ডারদের কাছে পাঠাতে পারবেন। এতে তাদের ব্যাংকিং অভিজ্ঞতাও আরও উন্নত হবে।
গত ১৭ সেপ্টেম্বর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল এবং ভেলক্সপেইজ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রেজারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল বলেন, ‘এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরাপদ রেমিটেন্স চ্যানেল নিশ্চিত করতে চাই। এটি আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকারকে যেমন শক্তিশালী করবে, তেমনি দেশের বৈদেশিক মুদ্রা আয়েও সহায়তা করবে।’
এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের বৃহত্তর কৌশলের অংশ, যা এর বৈশ্বিক রেমিটেন্স উপস্থিতি বিস্তৃত করা, গ্রাহকের সুবিধা নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য কার্যকর, নিরাপদ ও সময়োপযোগী আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন