ভোলার তজুমদ্দিন উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাশিগো পোল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. মনির হোসেন (২১) এবং মো. হৃদয় (২২), উভয়ে চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা।
ডিবি পুলিশের উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত মনির হোসেনের কাছ থেকে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবার দুই পিস আলামত হিসেবে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
তজুমদ্দিন থানার ওসি মহব্বত খান জানান, দুই যুবকের বিরুদ্ধে মাদকবিরোধী মামলা দায়ের করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন