নারায়ণগঞ্জের বন্দরে আলমগীর হোসেন (৫২) নামে এক হোসিয়ারী শ্রমিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে বন্দরের বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর বন্দর শাহী মসজিদ এলাকার মালেক সাহেবের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার বাবার নাম সোবহান মিয়া।
নিহতের পরিবার জানায়, আলমগীরের ছেলে সাইফুলের মোটরসাইকেল একই এলাকার সন্ত্রাসী রাসেল ও কাইল্লা পারভেজ জোরপূর্বক নিয়ে রাখে। এ নিয়ে আলমগীর প্রতিবাদ করলে সন্ধ্যায় রাসেল ও পারভেজ গ্রুপের লোকজন তাকে তুলে নিয়ে যায়। পরে বারইপাড়ার জোড়া পুকুরের সামনে তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে আলমগীরকে মাথায় আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ শাহবাগ থানা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের টিম মাঠে কাজ করছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন