সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী (৪০) নামে জামায়াতের এক স্থানীয় নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আল মামুন গাজী ওই ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতা ছিলেন এবং পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি।
স্থানীয়রা জানান, দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন তিনি। এ সময় বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করার সময় ড্রিল মেশিনে বিদ্যুৎ স্পর্শ করলে মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই সঙ্গে গেটের ভারী লোহার অংশ তার শরীরের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কলারোয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলেই নিশ্চিত হয়েছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন