বরগুনায় বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য আদালত চত্বরে আটশ বর্গফুটের ভবন ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি এম হাসান। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে ভবনটি উদ্বোধন করা হয় জেলা জজ আদালত ভবনে।
বরগুনা জেলার আগত বিচারপ্রার্থীদের সুবিধার্থে সরকারের অর্থায়নে সুপ্রিম কোর্টের একটি দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ হিসেবে এই বিশ্রামাগার নির্মাণ করা হয়। প্রায় ৪২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে এই ন্যায়কুঞ্জ নির্মাণ করে গণপূর্ত বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিচার বিভাগের বিচারপতি জে বি এম হাসান বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বরগুনার সাধারণ মানুষদের এতদিন ভোগান্তির শেষ ছিল না। অবশেষে সব ভোগান্তির লাঘব হবে বলে আমি আশা করি। আইনের শাসন পাওয়া জনগণের অধিকার। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ বেগম লায়লাতুল ফেরদৌস, জেলা প্রশাসক মো. সফিউল আলম, জেলা পুলিশের অতিরিক্ত সুপার আব্দুলাহ আল মাসুদ, বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল, বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আমিন ও সদস্য সচিব অ্যাডভোকেট মনোয়ারা বেগম প্রমুখ।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে বরগুনায় আটশ বর্গফুট এলাকাজুড়ে ‘ন্যায়কুঞ্জ’র নির্মাণকাজ শুরু হয়। নির্মিত ভবনটিতে বসার জন্য ৪০-৫০টি আসনের পাশাপাশি ব্রেস্ট ফিডিং কর্নার, নারী ও পুরুষদের আলাদা টয়লেট এবং খাবার খাওয়ার জন্য ফুড কর্নারও রাখা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন