তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে ফেরার পথে ট্রাকচাপায় লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু (৫০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি বাজার থেকে প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল মান্নান সরকার সাবু লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি লালমনিরহাট শহরের মদিনাপাড়ায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে আয়োজিত তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বালন কর্মসূচিতে হাজারো মানুষের সঙ্গে অংশ নিয়েছিলেন শিক্ষক সাবু।
কর্মসূচি শেষে তিনি সহকর্মী শামসুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে লালমনিরহাট শহরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে সাবু নিহত হন।
দুর্ঘটনায় আহত শামসুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
আব্দুল মান্নানের মৃত্যুর খবরে লালমনিরহাট শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন