মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বিএনপি।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞার কারণে জেলেরা কর্মহীন হয়ে পড়েছেন, তাই বিএনপি মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। প্রয়োজনে আরও ত্রাণ দেওয়া হবে, তবে ইলিশ রক্ষায় সব জেলেকে নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।’
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান, সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, ছত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন