‘এক দেশ, এক রেট—বাঁচলে কৃষক, বাঁচবে দেশ’—এই স্লোগানে ন্যায্য দামে সার, বীজ ও কীটনাশক সরবরাহের দাবিতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়ন কৃষক সমাজের উদ্যোগে সিংজুরী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় দুই শতাধিক কৃষক।
অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. তোজাম্মেল হক তোজা, স্থানীয় কৃষক আলেক মিয়া, মিনহাজ উদ্দিন, আলতাব হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আব্দুল হক, তোরাব আলী ও মিজানুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দাম না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার ওপর বাজারে সিন্ডিকেটের কারণে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার ও কীটনাশক কিনতে হচ্ছে তাদের।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তোজাম্মেল হক তোজা বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়, আমরা শুধু চাই কৃষক যেন হয়রানি ছাড়া সরকারি দামে সার পেতে পারে।’
তিনি আরও বলেন, ‘কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রতি বস্তায় সরকারি দামের চেয়ে এক হাজার টাকা পর্যন্ত বেশি দামে সার বিক্রি করছে, যা সম্পূর্ণ অনৈতিক।’
বক্তারা দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও কৃষকের স্বার্থে সরকারি নজরদারি জোরদারের দাবি জানান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন