চট্টগ্রামের পটিয়া বাইপাস এলাকায় ছিনতাইকারীর হামলায় তানভির (১৯) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। আহত তানভির পটিয়া সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী এবং মনসা বাদামতল এলাকার শহিদুল ইসলামের ছেলে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া বাইপাস এলাকায় সিএনজি অটোরিকশায় করে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে আক্রমণ করে। তারা তানভিরের কাছ থেকে ২০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং বেদম মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
আহতের চাচা সাদ্দাম হোসেন জানান, ‘তানভিরের দাদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিল পরিশোধের টাকা আনতে তাকে বাড়িতে পাঠানো হয়েছিল। পথে এ ঘটনা ঘটে।’
তিনি আরও বলেন, ‘পটিয়ায় চুরি ও ছিনতাইয়ের প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে। দুই মাস আগেও আমার বোনের স্বামী ছিনতাইকারীর শিকার হয়েছেন। এখন মানুষের নিরাপত্তা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন