সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে শাকিল আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার দনা সীমান্তের পাত্তিছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল আহমদ উপজেলার দনা পাত্তিছড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তিনি এক সপ্তাহ আগে বিয়ে করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে শাকিল সীমান্তের ওপারে চোরাই পথে মালামাল আনতে গেলে ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা দুই সহযোগী তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন