সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৪০ পিএম

মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল পাঁচ শতাধিক মানুষ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৪০ পিএম

মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ও প্রতিবন্ধী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন পাঁচ শতাধিক মানুষ।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সদর উপজেলার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ও প্রতিবন্ধী শনাক্তকরণ ক্যাম্প শেষ হয় বিকেল ৩টায়।

মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সহযোগিতা করে সিআরপি এবং ল্যাব ২৪ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল।

ক্যাম্পে ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয়, ফিজিওথেরাপিসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ও ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেয়।

সিআরপি-র বিশেষজ্ঞরা বিভিন্ন বয়সি মানুষের শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেন। এ ছাড়া ক্যাম্পে অসহায়দের মাঝে ওষুধ বিতরণ, এতিম শিশুদের জন্য বিশেষ খাবার সরবরাহ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির সভাপতি কাজী লুৎফর রহমান, সিআরপি-র অধ্যক্ষ প্রকৌশলী মাহবুবুল আলম, মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদুল হক এবং বেসরকারি ক্লিনিক ল্যাব ২৪-এর চেয়ারম্যান ডা. মামুন প্রমুখ।

সেবাগ্রহীতা বদর উদ্দিন বলেন, ‘বাড়ির পাশে ফ্রি স্বাস্থ্যসেবা পেয়ে খুবই ভালো লাগছে। বিনামূল্যে ডাক্তার দেখিয়ে এবং ওষুধ পেয়ে আমরা আনন্দিত। এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের উচিত মাঝে মাঝে এমন উদ্যোগ গ্রহণ করা।’

সমন্বয়কারী ডা. মুহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য শুধু চিকিৎসা নয়, সমাজে মানবিকতার বন্ধন শক্ত করা।’

দিনশেষে অংশগ্রহণকারীদের মুখের হাসিই জানিয়ে দেয়— এটি ছিল সেবায় মানবতার এক অনন্য দৃষ্টান্ত।

Link copied!