চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দোয়াজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিতে অগ্নিনির্বাপণের কলাকৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ও স্থানীয় স্টেশনের যোগাযোগ নম্বর প্রচার করা হয়।
জানা যায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুল ইসলাম অগ্নিকাণ্ডের ঝুঁকি, প্রতিরোধ ও অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।
এ ছাড়া গ্যাস সিলিন্ডার বা ছোট পরিসরে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে তা নেভানো যায়, সে বিষয়েও শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সর্বদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন