বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারকে বুলেটপ্রুফ গাড়ি ক্রয়ে সম্মতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে অনাপত্তি জানানো হয়।
এর আগে গত ২৩ জুন বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি ক্রয়ের অনুমতি চেয়ে আবেদন করেন।
জননিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি ক্রয়ের বিষয়ে এ বিভাগের অনাপত্তি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন