বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০১:৫০ এএম

ট্রেনের সঙ্গে চালবোঝাই ট্রাকের ধাক্কা, সিকিউরিটি গার্ড নিহত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০১:৫০ এএম

ট্রেনের সঙ্গে চালবোঝাই  ট্রাকের ধাক্কা, সিকিউরিটি  গার্ড নিহত

চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকার রেলগেটে চলন্ত ট্রেনের সঙ্গে চালবোঝাই একটি ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালের নিচে চাপা পড়ে স্থানীয় এক সিকিউরিটি গার্ড নিহত হন।

গতকাল মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনার উল্টে যায়। এতে সাময়িকভাবে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪টা ১০ মিনিটে চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে ৩১টি কনটেইনার নিয়ে ট্রেনটি কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আট মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে ট্রেনটি সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন রেলগেইটে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা চালবোঝাই ট্রাকটি ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড শামসু মিয়া ট্রাকের চালের বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত শামসু মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনার পর গেটম্যানের দায়িত্ব পালনে অবহেলা ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে ব্যারিয়ার ভাঙা অবস্থায় পাওয়া গেলেও গেটম্যান সিফাত দাবি করেছেন, ‘আমি নিয়ম অনুযায়ী গেট নামিয়েছিলাম, কিন্তু ট্রাকটি অতিরিক্ত গতিতে আসায় সংঘর্ষ ঘটে।’ রেলওয়ের কর্মকর্তারা প্রাথমিকভাবে মনে করছেন, ট্রাকচালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। তবে গেটম্যানের অবহেলা ছিল কিনা, তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘গেটম্যানের অবহেলা অথবা ট্রাকের বেপরোয়া গতিই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। উদ্ধারকারী দল কাজ করছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে পণ্যবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি।

রূপালী বাংলাদেশ

Link copied!