ময়মনসিংহের নান্দাইলে শেরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টনকে গ্রেপ্তার করেছে নান্দাইল থানা পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে শেরপুর ইউনিয়নের ইস্কুলের বাজার নামক স্থান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মিল্টন ভূঁইয়া নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান,নান্দাইল উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খন্দকার জালাল উদ্দীন মাহমুদ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন