কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক ইউনুস সিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ‘আনোয়ার প্রজেক্ট’ সংলগ্ন প্রধান সড়কের একটি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এ ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিবারের পক্ষ থেকেও মৃত্যুর রহস্য সম্পর্কে কিছু জানানো হয়নি।
টেকনাফ মডেল থানার ওসি মো. জায়েদ নুর ‘রূপালী বাংলাদেশ’কে বলেন, ‘খবর পেয়ে ওসি তদন্তের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে রয়েছেন। আমিও বের হয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন