ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নিজে লড়বেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীতে দলের নতুন কমিটির পরিচিতি এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। ২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ সদস্যের কমিটি গঠিত হয়, যেখানে জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে জোনায়েদ সাকি জানান, প্রগতিশীল ও উদার মধ্যপন্থি দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। গণতন্ত্র মঞ্চের লক্ষ্য আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া। এছাড়া, বিএনপির সঙ্গে সম্ভাব্য সমন্বয় বিষয়েও আলোচনা চলছে।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বৃদ্ধি করা উচিত নয়, কারণ এটি গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে সংগত নয়। এছাড়া, জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
গণসংহতি আন্দোলনের এই ঘোষণা রাজনৈতিক মহলে নতুন আলোড়ন তৈরি করেছে এবং নির্বাচনী মাঠে দলের অংশগ্রহণকে আরও প্রাসঙ্গিক করেছে।
যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
১. ব্রাহ্মণবাড়ি-৬: জোনায়েদ সাকি
২. পাবনা-৪ ও ঢাকা-১০: আবুল হাসান রুবেল
৩. ঢাকা-১২: তাসলিমা আখতার
৪. চট্টগ্রাম-৯: হাসান মারুফ রুমী
৫. বরিশাল-৫: দেওয়ান আব্দুর রশীদ নীলু
৬. নারায়ণগঞ্জ-৫: তরিকুল সুজন
৭. ঢাকা-৭: মনির উদ্দীন পাপ্পু
৮. ঢাকা-৩: বাচ্চু ভূঁইয়া
৯. পাবনা-২: জুলহাসনাইন বাবু
১০. রাজশাহী-২: অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ
১১. লালমনিরহাট-২ ও ৩: দীপক কুমার রায়
১২. টাঙ্গাইল-৬: আলিফ দেওয়ান
১৩. নাটোর-১: সেন্টু আলী
১৪. ময়মনসিংহ-১০: একেএম শামসুল আলম
১৫. রংপুর-২: মোফাখখারুল ইসলাম মুন
১৬. রংপুর-৩: তৌহিদুর রহমান
১৭. মৌলভীবাজার-৪: সৈয়দ সাইফুল ইসলাম
১৮. ময়মনসিংহ-৪: মোস্তাফিজুর রহমান রাজীব
১৯. নওগাঁ-৫: তোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ)
২০. চট্টগ্রাম-৪: জাহিদুল আলম আল-জাহিদ


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন