ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ‘খালি পেটে’ জলপাই ও চকলেট বিস্কুট খেয়ে ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ওই বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ক্লাস শুরুর আগে কয়েকজন শিক্ষার্থী স্থানীয় দোকান থেকে জলপাই ও চকলেট বিস্কুট কিনে খায়। কিছুক্ষণ পর তাদের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেট ব্যথার উপসর্গ দেখা দেয়।
পরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, শিক্ষার্থীরা খালি পেটে খাবার খাওয়ায় এমনটা হতে পারে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে, বর্তমানে সবাই আশঙ্কামুক্ত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোন দোকান থেকে খাবারগুলো কেনা হয়েছিল তা যাচাই করা হচ্ছে।’
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন