বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৬:৪৫ পিএম

আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি বিএনপি নেতার, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৬:৪৫ পিএম

হাসিবুল হাসান হাসিব।

হাসিবুল হাসান হাসিব।

ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব। এ ঘটনায় মুজাহিদ বৃহস্পতিবার (৬ নভেম্বর) আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মুজাহিদুল ইসলাম জানান, সম্প্রতি তিনি আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন সংক্রান্ত এবং আওয়ামী লীগের পদধারী কিছু নেতার সম্পৃক্ততা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য নুরুল হাসান মিয়ার ছোট ভাই হাসিবুল হাসানের হঠাৎ করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক করা নিয়ে প্রশ্ন তোলেন।

এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাত প্রায় আটটায় হাসিব ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কল করেন এবং একাধিক অডিও বার্তা পাঠিয়ে মুজাহিদুলকে প্রাণনাশের হুমকি দেন—এমনটি জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে মুজাহিদুল উদাহরণস্বরূপ হাসিবের কথাবার্তার কিছু অংশ তুলে ধরেছেন। সেসব অংশে হাসিব বলে বলেছিলেন, ‘তুই লেখার কে? আমি আসতেছি তোর হাড্ডি খুলে ঝুলোবানি। প্রত্যেক জয়েন্টে জয়েন্টে আলাদা করে দিবানি… আমি তোকে হুমকি দিচ্ছি না, আমি আইসে তোকে হাড্ডি ভাংবানি… তোমার বাড়ি কোথায়?… তোরে মেরে পাছার মধ্যে আইক্কাওয়ালা বাঁশ ঢুকিয়ে আলফাডাঙ্গা চৌরাস্তায় ঝুলিয়ে রাখব।’

মুজাহিদুল বলেন, হুমকির পর থেকেই তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো মুহূর্তে হাসিবুল বা তার সমর্থকরা তার জীবননাশ করতে পারেন বলে আশঙ্কা করছেন। তিনি এই ঘটনাকে একজন পেশাজীবী সাংবাদিক হিসেবে পেশাগত স্বাধীনতার ওপর সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন।

ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে; অনেকে এটি সাংবাদিক নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি হুমকি হিসেবে দেখেন।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহ জালাল আলম জিডিটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!