ভারতীয় সীমান্তবর্তী শেরপুর এলাকায় জাল টাকা ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে জাল টাকার উৎস অনুসন্ধানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। একই সঙ্গে স্থানীয়দের লেনদেনে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর খাগডহর ৩৯ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল সরদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় গণসংযোগের মাধ্যমে স্থানীয়দের জানানো হয়েছে, সীমান্ত দিয়ে কোনো জাল টাকার প্রবেশ ঘটলে তা বিজিবিকে অবহিত করতে হবে। এ ছাড়া দেশের অভ্যন্তরে যারা জালনোট তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে, তাদের কার্যক্রমও নজরদারির আওতায় রাখা হয়েছে।
কর্নেল মোস্তাফিজুর রহমান আরও বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ২৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ২৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৫৮৬ টাকার ভারতীয় চোরাচালানের মালামাল, গবাদি পশু, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করা হয়েছে। এই অভিযানে ৫ হাজারের বেশি মদ ও ফেন্সিডিলের বোতলও জব্দ করা হয়।
তিনি জানান, ভবিষ্যতেও বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস ব্রিফিংয়ে ৩৯ বিজিবির সিও মেহেদীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন