চট্টগ্রাম-৯ আসনের কোতোয়ালি থানাধীন ৩৩ নম্বর ফিরিঙ্গি ওয়ার্ডে আজ অনুষ্ঠিত হলো বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি। রাজনৈতিক উত্তাপের ভিড়ে ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে ছিল কর্মীদের সরব উপস্থিতি ও সাধারণ মানুষের আগ্রহ।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. শামসুল আলম। বক্তব্যে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “বিএনপি জনগণের দল—অতীতে জনগণের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার রক্ষায় কাজ করবে। যারা নোংরা রাজনীতির মাধ্যমে গণআন্দোলন নস্যাৎ করতে চায়, জনগণই তাদের জবাব দেবে ভোটের মাধ্যমে। ইনশা আল্লাহ, জনগণের ভোটেই দেশনায়ক তারেক রহমানকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাব।”
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য এ কে খান সাবেক কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন, সাবেক সভাপতি আকতার খান, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আবু তৈয়ব, বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আই চৌধুরী মামুন, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপন ও সদস্যসচিব জাহেদ আহমেদ, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আলী আজগর, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. হাসান ও সদস্যসচিব মো. সালাউদ্দিন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এ টি এম ফরিদ, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মান্নান, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সেকান্দর ও আহ্বায়ক হাজি ইমরান উদ্দিন, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরু হোসেন নুরু ও চাক্তাই ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক সওদাগরসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের অসংখ্য কর্মী অংশ নিলে কর্মসূচি পুরো এলাকাজুড়ে উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ তৈরি করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন