কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী কেএম ফরিদ আমিনের বিরুদ্ধে নিজ বাবা রুহুল আমিনকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা চৌদ্দগ্রাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পাশাপাশি ছেলের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনও করেন তিনি।
মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই-যুগিরহাট এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে রুহুল আমিন অভিযোগ করেন, ৪ ডিসেম্বর তার ছেলে ফরিদ আমিন তাকে মারধর করে গুরুতর আহত করে।
পরে থানায় অভিযোগ করলে ফরিদ আমিন বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন এবং অভিযোগ প্রত্যাহার না করলে প্রাণে হত্যার ভয়ভীতি দেখান। তিনি প্রশ্ন তুলেন- ‘এমন একজন ব্যক্তি কীভাবে এমপি হয়ে জনসেবা করতে পারবে?’
রুহুল আমিন আরও জানান, ২০১০ সালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় ব্যাংকের গাড়িচালক হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় ফরিদ আমিনের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগে মামলা হয়েছিল।
পলাতক থাকায় ওই মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বর মাসেও তিনি বাবাকে মারধর করেন, যার অভিযোগ থানায় জিডি হিসেবে নথিভুক্ত আছে।
ভুক্তভোগী ব্যক্তি অভিযোগ করেন, প্রায় সময় তার ছেলে ফরিদ আমিন ও পুত্রবধূ নাছরিন আক্তার যোগসাজশে তাকে নির্যাতন করেন। ৪ ডিসেম্বরের ঘটনাতেও তারা একত্র হয়ে হামলা চালান। তাকে বাঁচাতে গেলে স্ত্রী ফরিদা বেগম, প্রতিবেশী আবদুল আহাদ ও মরিয়মকে মারধর করা হয় এবং ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রুহুল আমিন অভিযোগ করেন, পূর্বে দায়ের করা অভিযোগের তদন্ত চলাকালে ফরিদ আমিন তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং বিভিন্ন সময়ে কেন্দ্রীয় নেতাদের ব্যবহার করে প্রশাসনকে হুমকি দিয়েছেন।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী কেএম ফরিদ আমিন শুধু বলেন, আমার বাবার সঙ্গে কোনো বিরোধ নেই। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুহুল আমিনের দ্বিতীয় স্ত্রী ফরিদা বেগম, আত্মীয় হারেছ মিয়া, হাফেজ দ্বীন মোহাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন