বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের প্রধানসহ দুই জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মোল্লাহাট এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন: ডাকাত দলের প্রধান ও নরসিংদী জেলার মাদবদি উপজেলার তারা মিয়ার ছেলে মো. রিয়াজ (৩০) এবং অপরজন গাজীপুর জেলার সদর উপজেলার সাইদলু হোসেনের ছেলে আল আমিন (৪০)। তাদেরকে রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরও ৫/৬ জন অভিযানের সময় পালিয়ে যায়। তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, ‘উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টায় পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ একটি দল ডাকাতি করে। এ সময় ওই বাড়ি থেকে তারা নগদ পাঁচ লক্ষ টাকাসহ স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায় তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৭টায় ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়। এ সময় এই ডাকাত দলের ৫/৬ জন পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল হ্যাকিং ডিভাইস, দুটি ককটেল, চার সেট পুলিশের পোশাক, ডাকাতি করা পাঁচ লক্ষ ১৬ হাজার টাকা, গ্রিলড ও গ্যাস কাটার ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার (৩০ আগস্ট) বাগেরহাট জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান রামপাল থানার ওসি আতিকুর রহমান।