বাগেরহাটের চিতলমারীতে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বড়বাড়িয়া হাড়িয়ার ঘোপ আমোদিনীর বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জয় মণ্ডল, এএসআই আক্তার হোসেন ও এএসআই বশির আহম্মেদ।
আহত দুই পুলিশ কর্মকর্তা বর্তমানে চিতলমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে এসআই সঞ্জয় মণ্ডল জানান, সন্ধ্যায় হাড়িয়ার ঘোপ আমোদিনীর বাড়ির সামনে দুর্গামন্দির এলাকায় আনসার সদস্য আল-আমিনকে সন্ত্রাসী হাফিজ শিকদার মারধর করেন। খবর পেয়ে ওসি নিজে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা পালিয়ে যান। রাত ১২টার দিকে তারা পুনরায় এসে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালান। এতে তিন কর্মকর্তা আহত হন। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় এএসআই বশির আহম্মেদ বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন। মামলার পরপরই সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
চিতলমারী থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, ‘দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটক তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’