ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বাগেরহাটে ডিবি হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৪:৩৮ পিএম
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা । ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ (৪৬) ও তার সহযোগী রাসেল হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে ফকিরহাট উপজেলার বারাশীয়া গ্রামে অভিযান চালায় ডিবির একটি টিম, যার নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক (নি.) মো. শরিফুল ইসলাম।

অভিযানে মনির শেখের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা ও একটি মোবাইল ফোন এবং রাসেল হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা।

ঘটনার পর ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৭) দায়ের করা হয়েছে।