বান্দরবানের আলীকদম উপজেলা থেকে বিপন্ন প্রজাতির একটি ভাল্লুকের ছানা উদ্ধার করেছে বনবিভাগ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নেতৃত্বে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে পাচারের উদ্দেশ্যে রাখা ভাল্লুকের ছানাটি আলীকদম বাজারের পাশে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন তৈন রেঞ্জ অফিসার আরিফুল ইসলাম, বিশেষ টহল দলের প্রধান রনি পারভেজ, তৈন রেঞ্জের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের প্রতিনিধি সঞ্জয় মল্লিক।
বনবিভাগের তৈন রেঞ্জ অফিসার খন্দকার আরিফুল ইসলাম জানান, ‘প্রায় ৩ মাস বয়সী একটি কালো ভাল্লুকের ছানা উদ্ধার করা হয়েছে। বর্তমানে বন বিভাগের হেফাজতে এটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর ছানাটিকে সাফারি পার্কে হস্তান্তর করা হবে।’
তিনি আরও জানান, ‘ছানাটির উচ্চতা ১৮ ইঞ্চি, দৈর্ঘ্য ২০ ইঞ্চি, ওজন ৬ কেজি এবং বয়স আনুমানিক ৮ মাস।’
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, ‘এশিয়ান কালো ভাল্লুক (Asian Black Bear) বাংলাদেশে অতি বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল উজাড় হওয়ায় এই প্রাণীগুলো প্রায়শই বাসস্থান ও খাদ্য সংকটে পড়ে লোকালয়ে চলে আসে।’



