জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনায় এবং তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও বহুদলীয় রাজনীতির প্রতীক। তার সুস্থতা পুরো জাতির প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষের কাছে আমরা তার সুস্থতার জন্য দোয়া চাই।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক শামছুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রক্টর এ. কে. এম. রাশিদুল আলম এবং ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



