বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইএফটি বাউন্স ব্যাক হওয়া অর্থ পুনরায় পাঠাতে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাব-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সিস্টেমে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইএফটির মাধ্যমে এমপিওর অর্থ প্রেরণ করা হচ্ছে।
কিন্তু অনেক শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাব নম্বর বা রাউটিং নম্বর ভুল থাকা, ব্যাংক হিসাব সাময়িকভাবে স্থগিত থাকা বা সচল না থাকার কারণে ইএফটিতে পাঠানো অর্থ তাদের অ্যাকাউন্টে জমা না হয়ে ফেরত আসে। এসব ফেরত আসা অর্থ পুনরায় পাঠানোর সুবিধা দিতে ইএফটি মডিউলে সেলারি বাউন্স (Salary Bounce) শিরোনামে নতুন অপশন যুক্ত করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান এই নতুন অপশনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের সঠিক ব্যাংক তথ্য হালনাগাদ করলে বাউন্স ব্যাক হওয়া অর্থ পুনরায় তাদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে। তবে ভুল বা ভুয়া তথ্য দেওয়ার কারণে ইএফটি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটলে এর সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
সঠিক ব্যাংক তথ্য দ্রুত ইএফটি সিস্টেমে অনলাইনে পাঠানোর জন্য নির্দেশনায় সব প্রতিষ্ঠানপ্রধানকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।



