ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৬:৩২ পিএম
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটে। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। প্রাথমিকভাবে আগুনের উৎস বা কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার খবর পাওয়ার পরপরই আমাদের চারটি ইউনিট সেখানে যাচ্ছে। ঘটনাস্থল খুব কাছেই হওয়ায় ইউনিটগুলো দ্রুত পৌঁছে যাবে।

ডিউটি অফিসার বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে ফায়ার সার্ভিস কাজ করছে।