ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

‘লং মার্চ টু সচিবালয়’ করবে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ১২:২৫ পিএম
ছবি- সংগৃহীত

সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিতসহ ৫ দফা দাবিতে বুধবার (২৬ নভেম্বর) ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ।

মো. ইলিয়াস রাজ বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি দিয়েও আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মাসের শুরুতে আমরা যখন ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা করেছিলাম, তখন আমাদের ডেকে নিয়ে এক সপ্তাহ অপেক্ষা করতে বলা হয়েছিল। আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাই। এরপর আমাদের ডেকে নিয়ে শিক্ষা উপদেষ্টা এক মাস সময় চাইলেন। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে, তাকে আর বিশ্বাস করতে পারছি না।

তিনি বলেন, আমরা আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করব। এবার আমরা প্রজ্ঞাপন ছাড়া পিছু হাঁটব না।

শিক্ষকদের ৫ দাবি হলো— 

  • অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে। 
  • সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। 
  • বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩ হাজার টাকা নিশ্চিত করতে হবে। 
  • শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ উচ্চ উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। 
  • ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং সব চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা সুনিশ্চিত করতে হবে।